
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার আসর থেকে খেলার সামগ্রী, নগদ টাকাসহ ৪ জুয়াড়ী ও হেরোইনসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গত শনিবার (২০ মে) বিকেল পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়াস্থ দৌলতদিয়া পতিতালয়ের ৩ নং গেটের বিপরীত পাশে রেল লাইন সংলগ্ন পাঁচতারা বোডিংয়ের ভিতর ৬ নং কক্ষ হতে নগদ ৩ হাজার ৫০০ টাকা ও জুয়া খেলায় ব্যবহত একসেট তাসসহ জুয়া খেলা অবস্থায় ৪ জয়াড়ীকে আটক করে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া পোড়াভিটাস্থ পদ্মা বোডিং এর সামনে ইটের রাস্তার উপর থেকে ১ মাদক কারবারিকে ৩০ পুড়িয়া (ওজন ৩ গ্রাম) হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ৪ জুয়াড়ী হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজী পাড়া’র মৃত হযরত সরদারের ছেলে মো. আফজাল হোসেন (৩৫), বেপারী পাড়া’র মৃত হবি মোল্লা’র ছেলে মো. হালিম মোল্লা (৩৫) ও হোসেন মন্ডল পাড়া’র মৃত ফকরুদ্দিন ফকিরের ছেলে মো. আবুল ফকির (৪৫) এবং ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের সুলতান শিকদারের ছেলে মো. শাওন শিকদার (২৮) । হেরোইন সহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো, রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম ভবদিয়া দেলবাড়ী এলাকার আহম্মদ ফকিরের ছেলে রনি ফকির (২৪)।
রোববার (২১ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে ও মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করে রোববার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।