
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১১ মে) বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবু ওছিমদ্দিনপাড়া গ্রামের বাদল মন্ডলের ছেলে মিরাজ মন্ডল(১০) পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। সে স্থানীয় নবু ওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। মৃত মিরাজের বাবা বাদল মন্ডল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
স্থানীয়রা জানান, মিরাজ কখন, কিভাবে পানিতে পরে যায় তা কেউ বুঝতে পারেনি। সন্দেহ বসত সবাই পুকুরে ডুবে যাওয়ার কথা চিন্তা করে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে পুকুরে ঘন্টাখানেক খুঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে। তৎক্ষণাৎ সবাই ধরাধরি করে শিশুটিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুরে আমাদের কর্মীরা তন্ন তন্ন করে খুঁজে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত্যু ঘোষণা করেন।