
নিজস্ব প্রতিবেদক
২৮ শে এপ্রিল, রোজ শুক্রবার রাজবাড়ী জেলা যুবলীগের পক্ষ থেকে ধান কাটা কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন ইউনিটে।
সে লক্ষ্যে রাজবাড়ী জেলা যুবলীগের সুলতানপুরের বানিয়ারী মাঠে এ কর্মসূচীর অধিনে
অসহায় কৃষকের পাশে দাঁড়াতে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য দেশব্যাপী যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিল, তারই ধারাবাহিকতায়, রাজবাড়ী জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব শওকত হাসান এবং রাজবাড়ী জেলা যুবলীগের বিপ্লবী সাধারন সম্পাদক জনাব নুরুজ্জামান মিয়া সোহেলের নির্দেশনায় বিভিন্ন ইউনিটে ধান কাটা শুরু হয়েছে।
সে লক্ষ্যে রাজবাড়ী জেলা যুবলীগের পক্ষ থেকে নাসির উদ্দিন সরদারের নেতৃত্বে সুলতান পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্দ্যগে ধান কাটা কর্যক্রম শুরু হয়। এবং অসহয় কৃষকের ধান কেটে দেয়।
এসময় উপস্হিত ছিলেন, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, শামীম ব্যাপারী, সাধারন সম্পাদক, পান্নু মিয়া, যুবলীগের সহ সভাপতি, রিয়াদ মাহমুদ বেলা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মোঃ রেজাউল করীম। যুবলীগ নেতা পান্নু শেখ, মোঃ তৈয়ব আলী,। শাজাহান, যুবলীগ নেতা জুলহাস, ওহিদ, ফারুক সহ অন্যাঅন্য নেতাকর্মী।
,এসময় নাসির উদ্দিন সরদার বলেন, রাজবাড়ী জেলা যুবলীগ, সবসময় মানবিক কাজ গুলো করছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে সকল কর্মসূচী যথাযথ পালন করছে, আমরা সবসময় আমাদের রাজবাড়ী জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি শওকত হাসান এবং বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল ভায়ের নির্দেশনায় এ সকল মানবিক কাজে অংশগ্রহন করি। তাই আমরা আজ সুলতাপুর ইউনিয়নের বানিয়ারী মাঠে এ ধানকাটায় অংশগ্রহন করি। আমাদের এ মহতি কাজ অব্যহত থাকবে ইনশাআল্লাহ। জয়বাংলা জয়বঙ্গবন্ধু।
