
মধুখালী বাজার তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি) শামীম আরা
সুজল খাঁন মধুখালী ফরিদপুর প্রতিনিধিঃ
সরকারি অফিস আদালত বন্ধ থাকলেও, আজ বন্ধের দিনে মধুখালীতে বাজার তদারকিতে নেমেছে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শামীম আরা।
রমজানে ও আসন্ন ঈদে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বৃহস্পতিবার দুপুর ২ টায় মধুখালী বাজারের কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ও বাজার তদারকি করেন ম্যাজিস্ট্রেট শামীম আরা।
এ সময় তিনি গরুর মাংস, মুরগির দোকান, ফল,গুড়, চাল ও কাপরের দোকানে গিয়ে ব্যবসায়ীদেরকে নিজ নিজ দোকানের পণ্যের দামের চার্ট টানিয়ে রাখতে এবং ক্রেতাদের থেকে যেন বেশি দাম না নেওয়া হয় সে ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান আজকে প্রাথমিক সতর্কতা দেওয়া হয়েছে, পরবর্তী দিনে বাজারে এসে যদি দেখি, কোন ব্যবসায়ী অসাধু পন্থা অবলম্বন করেছে,তাবে তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
