
অসহায় মানুষের মুখে হাসি ফুটালো ‘হোপ রাজবাড়ী’
রাজবাড়ী প্রতিনিধি:
‘ মানুষ মানুষের জন্য-আর মানুষই পারে,আরেকটি মানুষ কে সহায়তা করতে’ এই শ্লোগানে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অসহায়,হত দরিদ্রদের মাঝে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে হোপ রাজবাড়ী নামে একটি সংগঠন। নতুন পোশাক ও খাদ্য সামগ্রী পেয়ে ঈদের হাসি ফুটেছে অসহায় মানুষগুলোর মুখে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৮টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম করে হোপ রাজবাড়ী ও ফেইথ মুক্ত স্কাউট গ্রæপের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, হোপ রাজবাড়ী ও ফেইথ মুক্ত স্কাউট গ্রæপের সভাপতি গোলাম রব্বানী,সাধারন সম্পাদক মোঃ আসাদুল্লাহ,প্রচার সম্পাদক মোঃ রিফাত,সদস্য মোঃ নাসিম,মোঃ অর্নব, নাজিন সহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শতাধিক অসহায়,হত দরিদ্র,,নদী ভাঙনের শিকার,প্রতিবন্ধী,বিধবাদের মাঝে এসব নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
হোপ রাজবাড়ী ও ফেইথ মুক্ত স্কাউট গ্রæপের সভাপতি গোলাম রব্বানী জানান, ২০১৩ সাল হতে এখন পর্যন্ত হোপ রাজবাড়ী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন সময় সারা বছরই কোন না কোন অসহায় মানুষের পাশে দাড়ান। রক্ত দান, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছর শাড়ি লুঙ্গি জুব্বা সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এতে চাল,ডাল,চিনি,সেমাই, কিচমিচ, মসলা, আলু, পেয়াজ,আদা, গুড়াদুধ, সাবান, তেল বিতরন করেছি। নিজেরা টাকা জমা করে এবং কিছু টাকা বিভিন্ন দাতা ব্যাক্তির নিকট থেকে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন আগামীতে আরও বেশি মানুষের মাঝে এ কাজটি আমরা করতে পারি।