
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ দুই আসামীকে গ্রেফতার করেছে।
এরা হলো ফরিদপুর কোতোয়ালি থানার আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গীর শেখ বাদশার ছেলে ফারুক হোসেন(৩২) এবং একই থানার ডিগ্রির চর মাধবদিয়ার রহিম বেপারির ছেলে জলিল ব্যাপারী(৪০)।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন যার ওজন ১০ গ্রাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য আনুমানিক এক লক্ষ টাকা।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, হেরোইন উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সোমবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।