রাজবাড়ী ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একটি নিষ্পাপ শিশুর জীবন বাচাতে এগিয়ে আসুন

  • রাজবাড়ী প্রতিনিধিঃ “একটি নিষ্পাপ শিশু” বয়স সবে দুই বছর। একটু একটু করে কথাও বলতে শিখে গেছে মা বাবা দাদু দিদা অনেক কিছু। খেলতে শিখেছে নানান খেলা বাবা মায়ের সাথে করে অনেক দুষ্টামি। খাবার সময় হলে মা ডাক দেয় বাবা খাবি আয়, সে দৌড়ে গিয়ে লুকয়ে পড়ে খাটের নিচে বা টেবিলের নিচে। এই দুষ্টু মিষ্টি শিশুটি জানেই না যে, সে আস্তে আস্তে মৃত্যূর দিকে এগিয়ে যাচ্ছে।
শিশুটি এই সুন্দর পৃথিবীর রূপ গুন সোন্দর্য কিছু বুঝে উঠার আগেই তার হার্টে বড় একটি ছিদ্র ধরা পড়ছে। হয় সে এখন খেলতে খেলতে অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে মা বাবা ভাবে এই বুঝি তাদের সন্তান পৃথিবীর মায়া ছেড়ে তাদের ছেড়ে চলে গেছে ওপারে। এভাবেই দুশ্চিন্তা নিয়ে চলে জীবন কখন জানি কি হয়।
শিশু বিশেষজ্ঞ ডাঃ এর কাছে দীর্ঘ একটা সময় চিকিৎসা করেও কোন লাভ হয়নি। তিনি সর্বশেষ বলেন শিশুটির বড় একটি হার্ট ছিদ্র হয়েছে উন্নত চিকিৎসা প্রয়োজন অন্যথায় এতে শিশুটি আস্তে আস্তে মারা যাবে। যত দ্রূত সম্ভব মাদ্রাজ নিয়ে চিকিৎসা করান।
শাশুটির পিতা অসহায় দিনমুজুর। অতি কষ্টে জীবিকা নির্বাহ করে। শিশুটির চিকিৎসা করতে এখন প্রায় লক্ষ টাকার প্রয়োজন যা বহন করা শিশুটির পরিবারের পক্ষে আকাশ ছোয়া স্বপ্ন মাত্র।
অসহায় শিশুটির পিতা নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে হাত সাহায্যের বাড়িয়েছে সেই সাথে ভিক্ষা চেয়েছে শিশুটির জীবন বাচাতে।
সাহায্য পাঠানোর ঠিকানা
পিতা মোঃ হিয়া ইয়া

রাজবাড়ী খানখানাপুর
01858006819 (বিকাশ পারসোনাল)

Tag :

একটি নিষ্পাপ শিশুর জীবন বাচাতে এগিয়ে আসুন

প্রকাশিত : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • রাজবাড়ী প্রতিনিধিঃ “একটি নিষ্পাপ শিশু” বয়স সবে দুই বছর। একটু একটু করে কথাও বলতে শিখে গেছে মা বাবা দাদু দিদা অনেক কিছু। খেলতে শিখেছে নানান খেলা বাবা মায়ের সাথে করে অনেক দুষ্টামি। খাবার সময় হলে মা ডাক দেয় বাবা খাবি আয়, সে দৌড়ে গিয়ে লুকয়ে পড়ে খাটের নিচে বা টেবিলের নিচে। এই দুষ্টু মিষ্টি শিশুটি জানেই না যে, সে আস্তে আস্তে মৃত্যূর দিকে এগিয়ে যাচ্ছে।
শিশুটি এই সুন্দর পৃথিবীর রূপ গুন সোন্দর্য কিছু বুঝে উঠার আগেই তার হার্টে বড় একটি ছিদ্র ধরা পড়ছে। হয় সে এখন খেলতে খেলতে অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে মা বাবা ভাবে এই বুঝি তাদের সন্তান পৃথিবীর মায়া ছেড়ে তাদের ছেড়ে চলে গেছে ওপারে। এভাবেই দুশ্চিন্তা নিয়ে চলে জীবন কখন জানি কি হয়।
শিশু বিশেষজ্ঞ ডাঃ এর কাছে দীর্ঘ একটা সময় চিকিৎসা করেও কোন লাভ হয়নি। তিনি সর্বশেষ বলেন শিশুটির বড় একটি হার্ট ছিদ্র হয়েছে উন্নত চিকিৎসা প্রয়োজন অন্যথায় এতে শিশুটি আস্তে আস্তে মারা যাবে। যত দ্রূত সম্ভব মাদ্রাজ নিয়ে চিকিৎসা করান।
শাশুটির পিতা অসহায় দিনমুজুর। অতি কষ্টে জীবিকা নির্বাহ করে। শিশুটির চিকিৎসা করতে এখন প্রায় লক্ষ টাকার প্রয়োজন যা বহন করা শিশুটির পরিবারের পক্ষে আকাশ ছোয়া স্বপ্ন মাত্র।
অসহায় শিশুটির পিতা নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে হাত সাহায্যের বাড়িয়েছে সেই সাথে ভিক্ষা চেয়েছে শিশুটির জীবন বাচাতে।
সাহায্য পাঠানোর ঠিকানা
পিতা মোঃ হিয়া ইয়া

রাজবাড়ী খানখানাপুর
01858006819 (বিকাশ পারসোনাল)