
বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বেলাল উদ্দিন আহম্মেদ নামে এক স্কুল শিক্ষককে তুচ্ছ ঘটনায় একের পর এক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। বুধবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিকার চেয়ে আবেদন করেছেন উপজেলার নারুয়া ইউনিয়নের চর টাকাপোড়া গ্রামের মৃত আকবর আলী খানের ছেলে ও লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের গণিত বিষয়ে সিনিয়র শিক্ষক বেলাল উদ্দিন আহম্মেদ।
শিক্ষক বেলাল উদ্দিন আহম্মেদ বলেন, উপজেলার নারুয়া ইউনিয়নের চর টাকাপোড়া গ্রামের মৃত নজের আলীর ছেলে মোঃ আমিন উদ্দিন। আমিন উদ্দিন এলাকায় একজন সুদে ব্যবসায়ী, ভূমি দস্যু, মামলাবাজ, মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি তুচ্ছ বিষয়েও আমিন উদ্দিন ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে দেন।
তিনি বলেন, লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজে গণিত বিষয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত থাকা সহ পারিবারিক, সামাজিক ভাবে সুনাম রয়েছে। জেলা, উপজেলাতে একজন সেরা শিক্ষক হিসেবে সুপরিচিত রয়েছে। আমিন উদ্দিন তার প্রতিবেশী। গাঁজা, সুদে ব্যবসা ও ভূমি জবর দখলের প্রতিবাদ করলে গালিগালাজ ও কথায় কথায় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার হুমকি প্রদর্শন করে।
তিনি আরও বলেন, পূর্ব কোন বিরোধ না থাকলেও সম্প্রতি বসতবাড়ীতে ঘর নির্মাণ শুরু করায় আমিন উদ্দিন একের পর এক মামলা দিয়ে সামাজিক ও আর্থিকভাবে চরমভাবে হয়রানী করছে। স্কুলে থাকাকালীন আমিন জমির কিছু অংশ তার মধ্যে নিয়ে সীমানা পিলার স্থাপন করে। বাড়ীতে এসে কারণ জিজ্ঞাসা করলে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং পরিবারের অন্যদের নামে বালিয়াকান্দি থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। এরপর রাজবাড়ী আদালতে মিথ্যা, ভিত্তিহীন মামলা দায়ের করে। শুধু তাই নয় সে দেশীয় অস্ত্র ধারালো দা, চাপাতি দিয়ে যে কোন সময় তার সহ পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করে নানা ধরনের হয়রানীর ফলে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন।
আমিন উদ্দিন বলেন, জমি নিয়ে বিরোধে মামলা দিয়েছি। তার দাবী তার জমি অন্যান্য শরিকরা দখলের চেষ্টা করে। প্রতিবেশী কারও সাথে সম্পর্ক না থাকার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সবাই আমার জমি দখলের চেষ্টা করে, এ কারণে মামলা দিলে সবাই আমার শত্রু হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।