
দৌলতদিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ঠে যুবকের মৃত্যু
শেখ মমিন:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহবাব মন্ডলের পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ঠে মোঃ জাকির শেখ ( ২৭ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জাকির শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোহরাব মন্ডলের পাড়া এলাকার হাসেম শেখের ছেলে। শুক্রবার বেলা ১১:০০ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত মোঃ জাকির শেখের টিনের ঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে। সকালে ওই লাইন ছিরে তার ঘরের টিনের চালের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। জাকির ঘরে প্রবেশ করে ঘরের টিনে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনাটি দুঃখজনক। জাকিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।