

স্টাফ রিপোর্টার
গ্রীনটেক ফাউন্ডেশন, বাংলাদেশ বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব ফজলে কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রীন ফাইনান্সের জনক ব্যাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব ড. আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: খুরশীদ আলম, এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ, ইডকলের সিইও ও নির্বাহী পরিচালক জনাব আলমগীর মোর্শেদ, বাংলাদেশ সেন্টার ফর-অ্যাডভান্সড স্ট্যাডিজের নির্বাহী পরিচালক ড. এ. আতিক রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশের সাসটেইনেবল ফাইনান্সের প্রধান উপদেষ্টা জনাব খন্দকার মোর্শেদ মিল্লাত । বাংলাদেশে নবায়নযোগ্য সৌরশক্তি সোলার মিনিগ্রিড, সোলার রূফটপ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস্ (বিইউপি) তে দেশের ১ম নেট মিটারিং সিষ্টেম স্থাপন, সোলার স্ট্রিট লাইট, সোলার হোম সিস্টেম কার্যক্রম পরিচালনা করে গ্রীন এনার্জি উৎপাদনে ক্রমাগত বলিষ্ঠ ভূমিকা রাখা এবং সোলার মিনিগ্রীডের বিদ্যুতের মাধ্যমে মনপুরা উপজেলার দুইটি ইউনিয়নকে শিক্ষায়, শিল্পে, কর্মসংস্থানে ও বিদ্যুতায়ন কর্মকাণ্ডে স্বাবলম্বী করায় এবং এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড (এসইবিএল) গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ ডিএম মজিবর রহমানকে গ্রীন এনার্জি ক্যাটাগরিতে “গ্রীন লিডারস অ্যাওয়ার্ড – ২০২২“ প্রদান করেন।
গত ৩০ জানুয়ারি ২০২৩,ঢাকায় গুলশান শুটিংক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রকৌঃ ডি এম মজিবর রহমান রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের একজন কৃতি সন্তান। তিনি সোলার মিনিগ্রীড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং আইডিইবি এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে ইঞ্জিনিয়ার এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি।
আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার গতিকে ত্বরান্বিত করতে SEBL এর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা আরও উৎসাহ যোগাবে। এগিয়ে যাবে বাংলাদেশ।

