
শেখ মমিন:
রাজবাড়ী ডিবি পুলিশ ১০ জুয়ারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
রোববার রাত ০৯:৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজার এলাকা থেকে জুয়ারিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ জিল্লুর শেখ (৪০) পিতা-মোঃ কানু শেখ ২। মোঃ সেলিম শেখ (৪৫) পিতা-মৃত রহমত আলী শেখ ৩। মোঃ জাহিদ শেখ (৩৮) পিতা-মোঃ নবু শেখ ৪। মোঃ সবদুল শেখ ওরফে ফরহাদ (২৪) পিতা-মৃত আমির আলী শেখ ৫। আব্দুর রহিম (৪৭) পিতা-মৃত দবির উদ্দিন শেখ ৬। মোঃ শরিফ শেখ (২৮) পিতা-মোঃ নবু শেখ ৭। মোঃ মাজেদ শেখ (৩০) পিতা- মোঃ আজাহার শেখ ৮। মোঃ লিটন সরদার(২৭) পিতা-জামাল সরদার ৯| বিপ্লব মোল্লা ওরফে বিপুল মোল্লা (২২) পিতা-মোঃ হারুন মোল্লা ১০। মোঃ ইউনূছ শেখ(৫৬) পিতা-মৃত এছেম আলী শেখ।
এ বিষয়ে রাজবাড়ী ডিবি ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজার এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ হাতে নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং এ অভিযান অব্যাহত থাকবে।