
কালুখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরতে গিয়ে আটক ২
কালুখালী প্রতিনিধি মোঃ হামযা
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করে মামলা নিষ্পত্তি করা হয়। মামলা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহ্ মোঃ সজীব । ১৯ অক্টোবর, ২০২২ বুধবার এ অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য অফিসারসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে জব্দ করা ৮ হাজার মিটার কারেন্টজাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয় ও জব্দকৃত ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করে।