
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ইন্জিন চালিত নৌকা উদ্ধার করেছে উপজেলা নৌপুলিশের একটি দল। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছে নৌপুলিশ ফাড়ির পরিদর্শক ( নি:) জে,এম সিরাজুল কবির।
নৌপুলিশ ফাড়ির পরিদর্শকের বরাত দিয়ে জানানো হয়, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশিহাটার চর হতে একটি ইন্জিনচালিত ট্রলার ও কারেন্ট জালসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা উপজেলার বেপারী পাড়ার মো: আলতাফ হোসেন (৩৫) মো: আজাদ খা(৩৪) মো: রফিকুল খা (৩০) মো: আতোয়ার বেপারী (৩৫)। তাদের কাছ থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল ও দুই লক্ষ টাকা মুল্যের একটি ইন্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়। পরে আজ সকালে দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ি এলাকায় অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে গোয়ালন্দ দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির পরিদর্শক (নি:) জে, এম সিরাজুল কবির বলেন, ‘নদীতে অবৈধ কারেন্ট জাল বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্বেও এলাকার কতিপয় অসাধু জেলে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তারা অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশসহ অন্যান্য মাছ শিকার করে আসছিল। তাদের ধরে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।