
স্টাফ রিপোর্টার
অবশেষে শূন্য পদে রাজবাড়ী সরকারি কলেজ পেল প্রথম নারী অধ্যক্ষ। আজ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারির অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন তিনি তার নতুন কর্মস্থল রাজবাড়ী সরকারি কলেজে যোগদান করেন। ইতিপূর্বে তিনি পাংশা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।কলেজ গেটে প্রবেশ করার সাথে সাথে বিএনসিসি এবং রোভার দল ফুল ছিটিয়ে নতুন অধ্যক্ষ কে স্বাগত জানায়। অত:পর অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠানিকভাবে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক তালুকদার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান,পদার্থ বিজ্ঞানের প্রধান ড. মুস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের প্রধান জনাব মেহেদী আবু হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জনাব সামছুল আলম প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মো: আরিফুর রহমান, গণিত বিভাগের সহকারি অধ্যাপক জনাব অদ্বৈত কুমার দাস সহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়াও সকল বিভাগের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ফুলেরতোরা
দিয়ে নতুন অধ্যক্ষকে বরণ করে নেওয়া হয়।

কলেজ ছাত্রলীগের সভাপতি রাহাত শেখ ও সম্পাদক দেবজ্যোতি নাগের নেতৃত্বে ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি গ্রুপ ফুলের তোড়া দিয়ে নতুন অধ্যক্ষকে স্বাগত জানায়। বাঁধনের পক্ষ থেকেও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
নতুন অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন রাজবাড়ী জেলার এক জন কৃতি সন্তান। তিনি এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন।পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।অধ্যক্ষ হিসেবে যোগদান কালে তিনি তার বক্তব্যে আজকের দিনটাকে ‘ঘরের মানুষ ঘরে ফিরে আসা, হিসেবে উল্লেখ করেন।তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ উন্নতি সমৃদ্ধির জন্য তার সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সেই সঙ্গে সকল সহকর্মী সহ ছাত্র-ছাত্রীদের সহযোগিতা কামনা করেন। সাবেক ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফকির মোহাম্মদ নুরুজ্জামান এবং শিক্ষক পরিষদের সভাপতি তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের সমৃদ্ধি, ছাত্র শিক্ষক কর্মচারী সকলের মঙ্গল ও উন্নতিকল্পে অধ্যক্ষ মহোদয়কে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।