
স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে শেষ হলো পাঁচ দিন ব্যাপী
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের সমাপনী পর্ব। ১লা ফেব্রুয়ারি শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী জেলা শিল্প কলা একাডেমির উদ্যোগে আজাদি ময়দানে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব আয়োজনের আজ ছিল পাঁচ ফেব্রুয়ারি পঞ্চম ও সমাপনী দিন। আজকের অনুষ্ঠান পর্বের নাম ছিল” তৃণমূল মানুষের জন্য শিল্প সাংস্কৃতি। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাহবুবুর রহমানশেখ।সম্মানিত বিশেষ অতিথি আসনে ছিলেন,মহিলা আসন ৩৪০এর মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.খোদেজা নাসরিন হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃরেজাউল করিম।সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইমদাদুল হক বিশ্বাস।সম্মিলিত সাংস্কৃতিক জোটের জোটের সভাপতি জনাব অসিম কুমার পাল। ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন জেলা কালচারাল অফিসার জনাব পার্থ প্রতিম দাস। অনুষ্ঠানে সম্মানিত অতিথি বৃন্দ
শুদ্ধ সাংস্কৃতি চর্চা সমাজ জাগরণে,সমাজ সচেতনে, সমাজ উন্নয়ন ও সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তব্য রাখেন।
মাননীয় সংসদ সদস্য বতর্মান সরকার সংস্কৃতি বান্ধব সরকার, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ ব্যাপী সাংস্কৃতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরু হয়েছে যা অত্যন্ত ইতিবাচক ।সামাজিক ও ধর্মীয় কুসংস্কার মুক্ত মানবিক সম্প্রীতির সমাজের জন্য সুস্থধারার সংস্কৃতির প্রতি গুরুত্বারোপ করে তিনি বক্তব্য রাখেন।
সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইমদাদুল হক বিশ্বাসের বাঙ্গালী সাংস্কৃতির কালজয়ী শেকড়ের ,কিছু কিছু গানের বাণী উল্লেখ পুর্বক দেয়া তাত্বিক বক্তব্য অন্যান্য অতিথি ও শ্রোতাদের কাছে প্রশংসীত হয়। এবং এমন উদ্যোগ তৃণমূলে পৌছাতে তিনি পরামর্শ দেন। জেলা কালচারাল কর্মকর্তা এমন কর্মসূচি ইতিমধ্যেই নেয়া হয়েছে বলে জানান। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর রাজবাড়ীর পক্ষ থেকে দেয়া উৎসব স্মারক অংশগ্রহণকারী সংস্কৃতি সংগঠনের প্রধানদের হাতে অতিথিদের মাধ্যমে তুলে দেওয়া হয়। পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানে জেলার প্রায় চল্লিশটার মত সাংস্কৃতিক সংগঠন পরিবেশনায় অংশ নেয়।প্রতিদিন বিকাল ৫টা হতে ৯টা পযর্ন্ত অনুষ্ঠান চলে ।সকল শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করে।আজকে দেশ বরেণ্য ফোক শিল্পী কাঙালিনী সুফিয়া গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে।তার গানে মুগ্ধ হয়ে মাননীয় সংসদ সদস্য এ্যাড.খোদেজা নাসরিন আক্তার হোসেন শিল্পীকে তাৎক্ষণিকভাবে দুই হাজার টাকা,জেলা পরিষদ চেয়ারম্যান চার হাজারটাকা,সদর উপজেলা চেয়ারম্যান এক হাজার অন্য দুই শ্রোতা পাঁচশত টাকা করে পুরুষকৃত করেন।আজকে যে নয়টি সংগঠনের পরিবেশনাছিল তারা হলো, জেলা শিল্পকলা একাডেমী রেপার্টারী নাট্য দল, উপজেলা শিল্পকলা একাডেমী পাংশা, উদ্ভাস নৃত্যকলা একাডেমী, আপন শিল্পীগোষ্ঠী, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী, সাংস্কৃতিক সংঘ রাজবাড়ী,মামুন খান একাডেমি ও জয় বাংলা গ্রামীন গীতিনাট্যদল।