
স্টাফ রিপোর্টার

গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো কবি তাহমিনা মুন্নীর কাব্যগ্রন্থ দীপ্ত সবুজ বাংলাদেশ এর পাঠ উম্মোচন ও প্রকাশনা উৎসব। অনুষ্ঠানটি রাজবাড়ী শিল্প কলাএকাডেমিতে কবি সালাম তাসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কবি ও লেখক জনাব সেলিম রেজা,(অতিরিক্ত সচিব),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান জনাব এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব অহিন্দ্র কুমার মন্ডল । জ্ঞানসঙ্গী প্রকাশনার প্রধান নির্বাহী ও দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী জনাব জাহান বশীর অনুষ্ঠানের স্বার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন।একদল খুদে শিক্ষার্থী মোমবাতি প্রজ্জ্বলন ও কবির একটি কবিতা কোরাস পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সম্মানিত অতিথিবৃন্দকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে মঞ্চে বরণ করা হয়।কবির জীবনী পাঠ করে তাইয়েবা আনান রুথ। অতিথিগণ কবির রচনা শৈলীর কাব্যগুণ, কাব্য প্রতিভার প্রশংসা করে এবং কাব্যচর্চা ও কাব্যের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।কাব্যগ্রন্থটির সার্বিক মূল্যায়ন করে বক্তব্য প্রদান করেন কবি শফিক ইসলাম,সভাপতি বিশ্বভরা প্রাণ, ফরিদপুর জেলা শাখা।আলোচক হিসেবে আলোচনা করেন প্রাক্তন জেলার শিক্ষা কর্মকর্তা সর্বজন জনাব সৈয়দ সিদ্দিকী রহমান। কবির কবিতা আবৃত্তি পরিবেশন করে মরিয়ম মেরী,তাসিনুর রহমান শান,সামিয়া নুসরাত প্রজ্ঞা,আদিবা আজাদ,ঐশর্য্য দাস।কবি তাহমিনা মুন্নীর এটা চতুর্থ কাব্যগ্রন্থ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সালাহ উদ্দিন,এনডিসি জনাব রফিকুল ইসলাম,সহকারী কমিশনার জনাব বিপুল সিকদার,সদর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব নাসরিন আক্তার,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুস সালাম মন্ডল,নাসরিন নাহার, নৃপেন্দ্র নাথ সরকার আমন্ত্রিতদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কবি নিলয় বিশ্বাস, কবি আলীমুল আজাদ,কবি খোকন মাহমুদ,কবি নেহাল আহমেদ,আলাউল হক বিশ্বাস,কবি সাহেদ মুশতার,কবি ইউসুফ বাশার আকাশ, অনুষ্ঠানে শিল্পী, শিক্ষার্থী অভিভাবক সংবাদ মাধ্যম কর্মী সহ গন্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগী মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি জনাব সালাম তাসির,রাজবাড়ী একাডেমি সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী শাখার সভাপতি জনাব মোঃ আতাউর রহমান এবং মিডিয়া পার্টনার দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা জ্ঞানসঙ্গী প্রকাশনার পক্ষ থেকে দেয় শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন।
জ্ঞান সঙ্গী প্রাকাশন ঢাকা,আন্তার্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ- বিশ্বভরা প্রাণ এর একটি সৃজনশীল অঙ্গ প্রতিষ্ঠান। জ্ঞান সঙ্গী প্রকাশনা এ বছর একুশের বই মেলায় ষাট টি গ্রন্থ প্রকাশ করেছে, প্রকাশনাটির মেলায় স্টল নং ৮৪০,রাজবাড়ীর এই প্রকাশনা উৎসবে জ্ঞান সঙ্গী প্রকাশনা বিভিন্ন ক্যাটাগরিতে ৩১ টি সম্মাননা শুভেচ্ছা স্মারক প্রদান করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ রাজ্জাকুল আলম।
