
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ কামরুজ্জামান (৩৯) নামে এক মাদক কারবারিকে ফেনসিডিল সহ আটক করেছে । সে যশোর জেলার শার্শা থানার মৃত আবুল হোসেনের ছেলে ।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল গতকাল রবিবার বিকাল সারে তিনটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়ার নিকট বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্টের মাধ্যমে সাতক্ষীরা লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে যাত্রী বেশী মাদক কারবারি মোঃ কামরুজ্জামান (৩৯) কে চব্বিশ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ধৃত মোঃ কামরুজ্জামান যাত্রী বেশে মাদক বহন করছিলো। পুলিশ তল্লাশি চালিয়ে মাদক সহ তাকে গ্রেফতার করেছে। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।