
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ১০ ম বর্ষ পেরিয়ে ১১ব বর্ষে পা রাখছে আজ। একইসাথে এশিয়ান রেডিও ৯০.৮ এফএম এরও জন্মবার্ষিকী। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আজ দিনব্যপী প্রতিষ্ঠান দুটির উদ্যোগে গুলশান নিকেতনের কার্যালয়ে চলবে সীমিত অনুষ্ঠানমালা। দিনভর রয়েছে আনন্দ উৎসব আর শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়, অতিথি বরণ ও দেশের বরেন্য শিল্পীদের পরিবেশনায় নানান সাংস্কিৃতিক অনুষ্ঠান। সকাল ১০ ঘটিকায় টিভি ভবনে দিনব্যপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন-উর-রশীদ সিআইপি, সিনয়ির ভাইস চেয়ারম্যান ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি লিয়াকত আলী খান মুকুল। অনুষ্ঠানে দেশবরেন্য বুদ্ধিজীবী, শিল্পী, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনীতিক ও সাংস্কিৃতিক ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। আয়োজনে শুভেচ্ছা জানাতে হাজির হবেন নানান অঙ্গনের তারকা শিল্পী ও গুণীজনরা। পাশাপাশি এশিয়ান টিভির পর্দায় সরাসরি সম্প্রচার করবে দেশের সেরা কণ্ঠশিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান ‘গানে গানে বর্ষপূর্তি’।আরো রাজনৈতিক দলের রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সঙ্গীত শিল্পী মোঃ নাসির উদ্দিন সহ সৈনিক লীগের নেতা কর্মী এ সময় শুভেচ্ছা বিনিময় করেন!