
সোহাগ মিয়া গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি
গোয়লন্দে দীর্ঘ আট বছরের সহপাঠী কে বিয়ে করলেন তারা। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিবাহ সম্পন্ন হয়।
গত ২৯ (ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় বাসস্ট্যান্ড এলাকা এই নিলু শেখের পাড়ায় বিবাহ সম্পন্ন হয়েছে।
পরিচয় বিবরণ : (বরঃ-) রাকিবুজ্জামান রাকিব (সাংবাদিক) পিতা: ইউনুস আলী শেখের বড় পুত্র।সাং হামিদ মৃধার হাট
(কণেঃ-)সোনিয়া খান শিশির, পিতা আয়ুব আলী খানের ছোট কন্যা সাং নিলু শেখের পাড়া, বাসস্ট্যান্ড।
তারা দুইজনই মানিকগঞ্জ জেলার দেবেন্দ্র কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
এই নব দম্পতির বিবাহ জীবন যেন সুখের হয় সেজন্য তাদের বন্ধু সমাজ জানান, সাংবাদিক রাকিব ও সোনিয়া খানম শিশির দীর্ঘদিনের পরিচিত তাদের। এই নব দম্পতির বিবাহ জীবন তাদের বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত অনেক সুখে কাটাবে সেই প্রত্যাশা রাখি ।
তাদের যে আগামীতে প্রজন্ম আসবে সেই প্রজন্মের জন্য শুভকামনা জানাই।
নববর সাংবাদিক রাকিব ও সোনিয়া খানম শিশির জানান, আমরা দুজন দুজই প্রায় ৮ থেকে ১০ বছরকে একে অপরের সাথে চেনা জানা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিবাহ জীবন যেন অনেক সুন্দর ও সুখের হয়।