
সিরাজুল ইসলাম, গোয়ালন্দ রাজবাড়ী।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাদকের অভয়ারণ্যে পোড়াভিটা থেকে হেরোইনসহ ১ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো, জেলার বালিয়াকান্দি থানার তালপট্রি গ্রামের মো. শরিফ মিয়ার ছেলে মোঃ রেদোয়ান মিয়া (২২)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে এস আই জাহাঙ্গীর মাতুব্বর , সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় রাজ্জাক মোল্লার দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্ৰেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।