
সিরাজুল ইসলাম, গোয়ালন্দ রাজবাড়ী
রাজবাড়ীর সদর থানাধীন চর লক্ষীপাড়া থেকে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো, জেলার কালুখালি থানার মাঝবাড়ি গ্রামের মো. কাশেম মন্ডলের ছেলে মোঃ আলমগীর হোসেন সবুজ (৩৬)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এস আই জাহাঙ্গীর মাতুব্বর , এএসআই শফিফুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী সদর থানাধীন চর লক্ষীপুর সাকিনস্থ নতুন বাজার সংলগ্ন রিমি ফার্নিচারের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্ৰেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মাদক মামলাসহ চারটি মামলা বিচারধীন রয়েছে। আজকে আরেকটি মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।