
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ একশত আট গ্রাম হেরোইন সহ শুকুর আলী (৪৫) নামের সাত মামলার এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার উত্তর দৌলতদিয়ার মৃত মুরাদ হোসেন এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল গতকাল সোমবার দিবাগত রাত দশটার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটার নিকট শহীদ মিনারের পাশে জনৈক লুৎফরের বাড়ীর গলির নিকট থেকে হেরোইনসহ তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ মঙ্গলবার ধৃত শুকুর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ধৃত শুকুর আলী মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরও সাতটি মাদক মামলা রয়েছে।