
রাজবাড়ী বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি ঊপজেলার নারুয়া ইউনিয়নের চর বিলধামু গ্রামে জোড়পূর্বক জমি দখল করে রাস্তা নির্মান করতে গেলে বাধা দেওয়ায় আলেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূকে মারপিট করে আহত করাসহ বসতঘর ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য ইয়াকুব আলীর বিরুদ্ধে। অভিযুক্ত ইয়াকুব আলী নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের ইমান আলী মেম্বারের ছেলে ও নারুয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়য়ার্ডের ইউপি সদস্য।
আহতের পরিবার জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের চর বিলধামু গ্রামের ইদ্রিস আলী শেখের জমি জোড়পূর্বক দখল করে রাস্তা নির্মান করতে গেলে ইদ্রিস সেখের স্ত্রী আলেয়া বেগম বাধা দিলে ইউপি সদস্য ইয়াকুব আলী আলেয়া বেগমকে মারপিট করে মেহগনী গাছের সাথে বেধে রাখে তার চিৎকারে ছেলে আলম সেখ এগিয়ে আসলে তাকেও মারপিট করাসহ তাদের বসতঘর ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে পরিবারের সদস্যদের প্রান নাশের হুমকি প্রদান করে । আহত অবস্থায় আলেয়া বেগমকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য ইয়াকুব আলীকে বলেন গাছ আমি কাটিনি এটা এলাকার লোকজন কেটেছে এবং এ রাস্তার মাটি ও এলাকার লোকজন কেটেছে