
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলা গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ০২/১২/২০২২ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী টু ঢাকা গামী মহাসড়কের উপর চেকপোষ্ট করে দৌলতদিয়াঘাট গামী আর.এস কুষ্টিয়া নামক বাস, যার রেজিঃ নং- খুলনা মেট্রো- জ-০৪-০০০৯ এর যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মোছাঃ পূর্ণিমা বেগম (৫০), পিতা-মৃত গোপাল খাঁ, সাং-চারুলিয়া,থানা- দামুড়হুদা, জেলা -চুয়াডাঙ্গাকে ৪০ (চল্লিশ) বোতল মাদক ফেন্সিডিল, মূল্য অনুমান ৮,০০০০/-(আশি হাজার) টাকাসহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-৫, তারিখ-০২/১২/২০২২ খ্রিঃ, ধারা- ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ) রুজু করা হয়।।