
নিজস্ব প্রতিবেদক
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার জনপ্রিয় ধাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এখন জনপ্রিয়তার শীর্ষে। এছাড়া সময়ের আলোচিত বিষয় নিয়ে নাটক নির্মাণ করে অমি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এবার তিনি নির্মাণ করলেন ‘লগে আছি ডটকম’ নামের নাটক।
এ নাটকটি সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে মুক্তি দেওয়া হবে। একপর্বের এই নাটকে দেখা যাবে অমির অন্যান্য নাটকের পরিচিত চরিত্রগুলো। ‘লগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চু।
নির্মাতা অমি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাস্তব জীবনের প্রেক্ষাপট নিয়েই আমাদের এই নাটক। নাটকে সবার প্রিয়, এলাকার বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ চালু করে শূন্য থেকে কোটি পতি হয়ে যান। তিনি পণ্যের অর্ডার নিয়ে অর্থ বুঝে নিলেও, গ্রাহকের পণ্য বুঝিয়ে দিতে ব্যর্থ হন।
করেন নানা ধরণের প্রতারণা। আজ পাবেন কাল পাবেন বলে আশা দিতে থাকেন সবাইকে। এরপর তার উপর ক্ষিপ্ত হয়ে খেয়ে যান মামলা। খাটেন জেল। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।’
অমির পরিচালনায় প্রতিটি নাটকই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ইউটিউবে মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউ হতে থাকে। যার প্রমাণ তার সবশেষ নাটক ‘ব্যাচেলরস ফুটবল’। যেটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত এক সপ্তাহে ৭২ লাখ মানুষ দেখেছেন।
তাই ধারণা করা হচ্ছে নতুন এই নাটক দিয়েও অমি মিলিয়ন ভক্তের মন জয় করবেন।