
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মো. কামাল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানাযায়, মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই মো. মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী সদর উপজেলার মুরগী ফার্ম বাসষ্ট্যান্ড এলাকায় জনৈক মো. হানিফ শেখ এর হোটেল আল আনছারী এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে হতে ১ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি, চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার কুরুলগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সন্নত শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫)।
মঙ্গলবার দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়ে