
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের যুবলীগের তিন বছর মেয়াদি কমিটি ঘেষনা করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বসন্তপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে মো. শাহিন ফকির শাফিন এবং মীর্জা সেন্টু’কে সাধারন সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়।
গত শনিবার (১৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান শরিফ এবং সাধারন সম্পাদক শওকত হাসান স্বাক্ষরিত প্রাথমিক ভাবে ৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেন তারা। কমিটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বসন্তপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে মো. শাহিন ফকির শাফিন, সহ সভাপতি রফিকুল ইসলাম জান্টু এবং সাধারন সম্পাদক হিসেবে মীর্জা সেন্টু সহ সাধারন সম্পাদক হিসেবে গোলাম মহাম্মদ ফরহাদ, সৈকত উজ্জামান শুভ গাজী এবং মোঃ শামীম মোল্লার নাম চুড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।