
কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি:
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানার সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গেল নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার বাড়ি কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে।