
খানখানাপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির আলী মোল্লার নিজস্ব অর্থনে ১০০ টি টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের পানির তৃষ্ণা নিবারণের জন্য ১০০ টি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্লা।
সোমবার ৮ই জুলাই খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালী গ্রামে টিউবল স্থাপনের মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সানি. ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার. খানখানাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক মো: লিটু সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
এ সময় এলাকাবাসী জানান. আমির আলী মোল্লা আমাদের বিপদের দিনের বন্ধু। আজ আমাদের জন্য টিউবয়েল উপহার দিয়েছে আমরা অনেক খুশি।
আমির আলী মোল্লা জানান ,খানখানাপুর ইউনিয়ন নিয়ে আমার বড় স্বপ্ন রয়েছে। তাছাড়া খানখানাপুর ইউনিয়নবাসীর পাশে আমি থাকতে চাই। অসহায় মানুষের কন্যার বিয়ের সহযোগিতা করতে চাই, দরিদ্র মেধাবী ছাত্রদের পাশে থাকতে চাই, অসুস্থ মানুষের সেবায় আর্থিক সহযোগিতা করতে চাই, বিভিন্ন মসজিদ, মন্দিরে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে চাই। তাছাড়া সর্বপ্রকার উন্নয়ন কাজের সহযোগিতা করতে চাই।