
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীতে বিরল সুন্দর কবি, সম্পাদক ও গদ্য
শিল্পী আবু হাসান শাহারিয়ার এর ৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত।গতকাল ২৫ জুন মঙ্গলবার দিনব্যাপী রাজবাড়ী একাডেমি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান মেজবাউল করিমের রিন্টু স্মৃতি সংরক্ষণ কেন্দ্র (ঘর ছাড়া) মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের সূচিতে ছিল, সকাল দশটায় বৃক্ষরোপণ, বিকালে তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিকাল পাঁচটায় আলোচনা আবৃতি ও সংগীত অনুষ্ঠান। রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলার শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নুরুল হক আলম,মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি জনাব সালাম তাসির সমকাল সুহৃদ সভাপতি কমল কে সরকার বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃআতাউর রহমান,রাজবাড়ী একাডেমির সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক মোঃ আব্দুল হামিদ মিয়া। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কাব্য গৃহ এর পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করেন রাজবাড়ীর বিশিষ্ট সুনামধন্য নজরুল সংগীত শিল্পী শাহিনুর বেগম পপি ও হৈমন্তী বিজয়া। পরিশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।