
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে এক ডজন মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী, চাদাবাজ ও মাদক ব্যাবসায়ী রাজু (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ও ফোর্স দৌলতদিয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রাজু গোয়ালন্দ উপজেলার ফেলু মোল্লার পাড়ার শওকতের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এক এজাহারের মাধ্যমে জানায়, রাজুর বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের মোট ১২টি মামলা আছে। এর মধ্যে তিনটি মামলা তদন্তাধীন আছে। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।