রাজবাড়ী ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ

রাজবাড়ীতে থ্রী- এস- এগ্রো কুরবানী উপলক্ষে শতাধিক গরু প্রস্তুুত

রাজবাড়ীতে থ্রী- এস- এগ্রো কুরবানী উপলক্ষে শতাধিক গরু প্রস্তুুত

মোঃ ইমদাদুল হক রানা ঃ

রাজবাড়ী জেলার খামীরা ব্যস্ত সময় অতিবাহিত করছে কুরবানীর পশু পরিচর্যায়। জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিনবাড়ী গ্রামে থ্রী- এস- এগ্রোর শ্রমিকরা কুরবানী উপলক্ষে গরু পরিচর্যায় রাত- দিন পরিশ্রম করে যাচ্ছে। এবারের কুরবানীতে খামারটিতে প্রস্তুুত করা হয়েছে শতাধিক ষাঁড় গরু যা জেলার চাহিদা মিটিয়ে ঢাকার বাজারে গরু সরবরাহের জন্য প্রস্তুুতি গ্রহণ করেছে খামার মালিক বজলুর রহমান স্বপন।

খামার মালিক জানান দেশে নিরাপদ আমিষ ও দুগ্ধ চাহিদা মেটানো বেকারত্ব সমস্যা সমাধানের লক্ষ নিয়ে ২০১৭ সালে ২২ একর জমির উপর আমি খামারটি স্থাপন করেছি। আমারা গো খাদ্যর জন্য নিজস্ব জমিতে ব্যপক ঘাস উৎপাদন করি।
এ ছাড়া খৈল, ভুশি,ভুট্টা, গম,জাতীয়
প্রাকৃতিক খাবার গরুর জন্য সরবরাহ করি আমরা কোন কীটনাশক বা মোটাতাজাকরণ ভ্যাকসিন ব্যবহার করিনা। আমরা যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক খাদ্য ও সেবা যত্ন সঠিক পরিচর্যার মাধ্যমে গরুগুলোকে লালন পালন করি।বর্তমানে খামারটিতে ষাড় গরু ও গাভী সহ কয়েকশত গরু রয়েছে। খামারটিতে কোরবানির জন্য এখন শতাধিক গরু প্রস্তুত রয়েছে। যার লাইভ ওজন ৩০০ কেজি থেকে ১১০০ কেজি। খামারে অনেক ক্রেতা এসে গরু ক্রয় করছেন। খামার মালিক বলেন আমার খামারটিতে প্রতিদিন ৩০০ লিটার দুধ উৎপাদন হয়। কোরবানীর গরুর চাহিদা মেটাতে এবারের ঈদুল আযহায় ভালো বাজার পেলে সব কিছু ঠিক থাকলে দুই কোটি ৫০ লক্ষ টাকার গরু বিক্রি হবে খামারটিতে।

তিনি আরো জানান খামারটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজও পর্যন্ত জেলা বা উপজেলা পশু সম্পদ অফিস থেকে কোন প্রকার সহযোগীতা পাই নাই। খামার পরিদর্শনে আসলে মনের কাছে ভালো লাগতো সরকারী সহযোগীতা পেলে আরো ব্যাপক পরিসরে খামারটি গড়ে তুলবো বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখবো।

Tag :

রাজবাড়ীতে অগ্নিযুগের বিপ্লবী  কমরেড নেতা আশুভরদ্বাজের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ীতে থ্রী- এস- এগ্রো কুরবানী উপলক্ষে শতাধিক গরু প্রস্তুুত

প্রকাশিত : ০২:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

রাজবাড়ীতে থ্রী- এস- এগ্রো কুরবানী উপলক্ষে শতাধিক গরু প্রস্তুুত

মোঃ ইমদাদুল হক রানা ঃ

রাজবাড়ী জেলার খামীরা ব্যস্ত সময় অতিবাহিত করছে কুরবানীর পশু পরিচর্যায়। জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিনবাড়ী গ্রামে থ্রী- এস- এগ্রোর শ্রমিকরা কুরবানী উপলক্ষে গরু পরিচর্যায় রাত- দিন পরিশ্রম করে যাচ্ছে। এবারের কুরবানীতে খামারটিতে প্রস্তুুত করা হয়েছে শতাধিক ষাঁড় গরু যা জেলার চাহিদা মিটিয়ে ঢাকার বাজারে গরু সরবরাহের জন্য প্রস্তুুতি গ্রহণ করেছে খামার মালিক বজলুর রহমান স্বপন।

খামার মালিক জানান দেশে নিরাপদ আমিষ ও দুগ্ধ চাহিদা মেটানো বেকারত্ব সমস্যা সমাধানের লক্ষ নিয়ে ২০১৭ সালে ২২ একর জমির উপর আমি খামারটি স্থাপন করেছি। আমারা গো খাদ্যর জন্য নিজস্ব জমিতে ব্যপক ঘাস উৎপাদন করি।
এ ছাড়া খৈল, ভুশি,ভুট্টা, গম,জাতীয়
প্রাকৃতিক খাবার গরুর জন্য সরবরাহ করি আমরা কোন কীটনাশক বা মোটাতাজাকরণ ভ্যাকসিন ব্যবহার করিনা। আমরা যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক খাদ্য ও সেবা যত্ন সঠিক পরিচর্যার মাধ্যমে গরুগুলোকে লালন পালন করি।বর্তমানে খামারটিতে ষাড় গরু ও গাভী সহ কয়েকশত গরু রয়েছে। খামারটিতে কোরবানির জন্য এখন শতাধিক গরু প্রস্তুত রয়েছে। যার লাইভ ওজন ৩০০ কেজি থেকে ১১০০ কেজি। খামারে অনেক ক্রেতা এসে গরু ক্রয় করছেন। খামার মালিক বলেন আমার খামারটিতে প্রতিদিন ৩০০ লিটার দুধ উৎপাদন হয়। কোরবানীর গরুর চাহিদা মেটাতে এবারের ঈদুল আযহায় ভালো বাজার পেলে সব কিছু ঠিক থাকলে দুই কোটি ৫০ লক্ষ টাকার গরু বিক্রি হবে খামারটিতে।

তিনি আরো জানান খামারটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজও পর্যন্ত জেলা বা উপজেলা পশু সম্পদ অফিস থেকে কোন প্রকার সহযোগীতা পাই নাই। খামার পরিদর্শনে আসলে মনের কাছে ভালো লাগতো সরকারী সহযোগীতা পেলে আরো ব্যাপক পরিসরে খামারটি গড়ে তুলবো বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখবো।