
ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করায় মহাসড়ক অবরোধ
ফরিদপুর প্রতিনিধি:জহুরুল ইসলাম
ফরিদপুর মোটর ওয়ার্কার শ্রমিক ইউনিয়নের নির্বাচন ছিল শুক্রবার। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় রাজবাড়ী রাস্তার মোড়ে
ফরিদপুর মোটর ওয়ার্কার শ্রমিক ইউনিয়নের নির্বাচন ছিল শুক্রবার। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় রাজবাড়ী রাস্তার মোড়।
ফরিদপুরে মোটর ওয়ার্কার (মোটর শ্রমিক) ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করার প্রতিবাদে টায়ারে আগুন দিয়ে পরিবহনশ্রমিকেরা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
দুই শতাধিক শ্রমিক সড়কে ইট দিয়ে ও একটি টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। আগামীকাল শুক্রবার এ নির্বাচন হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, দুই শতাধিক শ্রমিক কাঠ ও লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। তাঁরা কোনো ধরনের যানবাহনকে ওই এলাকা অতিক্রম করতে দিচ্ছেন না। এ সময় ওই পথ দিয়ে দু-একটি ইজিবাইক চলাচলের চেষ্টা করলেও পুলিশের সামনে তাঁদের ধরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ পুলিশ তাঁদের কোনো বাধা দিচ্ছে না। তবে রোগী বহনকারী দু-একটি ইজিবাইক পুলিশের কথায় অবরোধকারী শ্রমিকেরা যেতে দিচ্ছেন।
পরে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর শ্রমিকেরা সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অবরোধ তুলে নেন।