
রাজবাড়ীর পাংশায় দুই কেজি গাঁজা ও ২১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২
মোঃ হামজা শেখ, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা উপজেলায়, পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ০২(দুই) কেজি গাঁজা ও ২১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার (০৫ই জুন) রাজবাড়ী জেলার পাংশা থানাধীন মাছপাড়া ইউনিয়নের চর শিহর সাকিনস্থ (রাজবাড়ী – কুষ্টিয়া মহাসড়কের) জনৈক মোঃ আওয়াল বিশ্বাস (৫৬), পিতা- মৃত কুশই বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে পাংশা থানার এসআই (নিঃ) মোহম্মদ মোজাম্মেল হক(১) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১/ মোছাঃ চৈতি আক্তার (৩০) এর নিকট হইতে ০২ কেজি গাঁজা, যাহার বাজারমূল্য আনুমানিক ৮০,০০০ টাকা ও একটি আকাশি রংয়ের ভিবো মোবাইল ফোন উদ্ধার পূর্বক গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোছাঃ চৈতি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের সেকেন মোল্লার মেয়ে।
একই দিনে পাংশা থানাধীন, (পাংশা পৌরসভা) কুলটিয়া এলাকায় পাংশা থানার এসআই শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় তারিকুল ইসলাম ওরফে তারিক(২১) নামের এক যুবকের কাছ থেকে কালো রংয়ের একটি সাইড ব্যাগ থেকে ২১(একুশ) পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৪,২০০/-(চার হাজার দুইশত) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত তারিক পাংশা পৌরসভার কুলটিয়া এলাকার মৃত কালাম মন্ডলের ছেলে। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়। ০৬/০৬/২০২৪ খ্রিঃ তারিখ আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।