
ষ্টাফ রিপোর্টার
দৈনিক জনতার আদালত কার্যালয়ে ১৮ নভেম্বর ২০২২ বিকেল চার ঘটিকায় সমকালসুহৃদ পাঠচক্রের উদ্যোগে মাসিক পাঠ চক্র অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল জহির রায়হানের উপন্যাস হাজার বছর ধরে আলোচনা অনুষ্ঠানে সমকাল সুহৃদএর জেলা কমিটির সভাপতি জনাব আহসান হাবিব সভাপতিত্ব করেন।সৌমিত্র শীল চন্দনের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমে উপন্যাস থেকে পাঠ করা হয়। পাঠে আংশ নেয় কবি ও শিক্ষক মোঃ শাহেদ মুসতার,সনেকা সহ আরো অনেকে।আলোচনা করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সর্বজন সৈয়দ সিদ্দিকুর রহমান,রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, শিক্ষক মোঃ গোলাম সরোয়ার মোঃ আতাউর রহমান, সভাপতি বিশ্বভারত প্রাণ রাজবাড়ী,কবি খোকন মাহমুদ, কবি নেহাল আহমেদ,বাবু জয়ন্ত কুমার, মোঃফারুকউদ্দীন প্রমুখ।
আলোচকগন জহির রায়হানের সৃষ্টিকর্ম তার জীবন ইতিহাস এবং তার সাহিত্য
কর্ম হাজার বছরের উপর আলোকপাত করেন! উল্ল্যেখ্য প্রতি মাসেই এখানে এমন বিষয় ভিত্তিক সাহিত্য সংস্কৃতি আলোচনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।আলোচকগন ইন্টারনেটের আসক্তি মুক্ত করে নতুন প্রজন্মকে বইয়ের পাঠ মুখি করার চেষ্টার প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনাব পার্থ প্রতিম দাস,কমল দে সরকার,মোঃ আলাউল হক খোকন,রাবেয়া লিপি,সুমন বিশ্বাস সহ রাজবাড়ী শহরে সাহিত্য সংস্কৃতি অনুরাগী অনেকেই উপস্থিত ছিলেন।