
স্টাফ রিপোর্টার ।।
ঘুর্ণিঝড় রিমালের তান্ডবের কারণে লন্ডভন্ড হয়ে পড়েছে দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়ার সবচেয়ে ব্যস্ততম ৭নং ফেরীঘাট। তাতে ৪দিন যাবত বন্ধ রয়েছে এই ফেরীঘাট। এতে করে এই রুট ব্যবহারকারী যাত্রী, ট্রাক ও পরিবহনের চালকেরা পড়েছে মহাবিপদে। তাতে পাটুরিয়া ফেরীঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরী দৌলতদিয়া ফেরীঘাটে এসে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আনলোড পল্টনের জন্য।
যাত্রী ও চালকেরা বলছেন, যতদুরুত্ব সম্ভব ৭নং ফেরীঘাট মেরামত করা না হলে দুইপারে যাত্রী ও যানবাহন চালকের দুর্ভোগের যেন শেষ নেই। এছাড়াও পণ্যবাহী ট্রাকের মালামাল সময় মত ডেলিভারী দিতে না পারার কারণে লোকসান গুনতে হচ্চে ট্রাক চালকদের।
এবিষয়ে বিআইডব্লিউটিএ এর ঠিকাদার মোঃ বিল্লাল সাহেবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,যত দুরত্ব সম্ভব মেরামত কাজ করা হবে ৭নং ফেরীঘাট।
আর বিআইডব্লিউটিএ এর আরিচা জোনের দায়িত্বরত মোঃ শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,৭নং ফেরীটি মেরামত করার জন্য উদ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। শীঘ্রই শুরু হবে কাজ।