
মোঃ সাগর হোসেন ( বালিয়াকান্দি প্রতিনিধি)
১৯ বছর বয়সী মোঃ হাবিবুর রহমান।জন্মগত ভাবে দুটি হাত নেই তার। তবুও নিজের মনের প্রবল ইচ্ছে শক্তিতে পা দিয়ে লিখে পিএসসি,দাখিল পরীক্ষায় পাশ করে এ বছর আলীম পরীক্ষা দিচ্ছে সে। হতদরিদ্র পরিবারের সন্তান হাবিবুর নিজের পায়ে দাঁড়াতে চায়। “ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে হাবিবুর কে সহায়তা দেয়া হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে হাবিবুরের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েত খালী গ্রামে গিয়ে তার হাতে পৌছে দেওয়া হয়েছে বিদেশী উন্নতমানের কম্বল,শিক্ষা উপকরণ ও খাদ্য সহায়তা।
এ সময় উপস্থিত ছিলেন, ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী তানভীর মাহমুদ,সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,পাংশা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মেহেদী হাসান।
উপহার পেয়ে অনেক খুশি ও আনন্দ প্রকাশ করে জন্মগত শারীরিক প্রতিবন্ধী মোঃ হাবিবুর রহমান।
তিনি বলেন, আমি জন্মগত শারীরিক প্রতিবন্ধী। তবে আমি লেখাপড়া চালিয়ে যেতে চাই। বাবা মা ও সকলের দোয়া নিয়ে আমি একদিন ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আজ ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন থেকে আমাকে উপহার সামগ্রী প্রদান করেছে। এতে আমি অনেক খুশি হয়েছি। সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগীতা কামনা করছি।
পাংশা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মেহেদী হাসান বলেন, অদম্য মেধাবী হাবিবুর রহমানের দুই হাত নেই। সে প্রথমে তার গ্রামের হেমায়েত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে ২০১৫ সালে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪.৬৩ নাম্বার নিয়ে জেএসসি পরীক্ষায় পাশ করে। এরপর ২০১৮ সালে দাখিল পরীক্ষায় ৪.৬১ নাম্বার নিয়ে পাশ করে। এবার একই মাদ্রাসা থেকে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা (কেন্দ্রে) আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
হাবিব জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী তার দুটি হাত নেই তবে সে অত্যন্ত মেধাবী এবং ভালো ছাত্র। তার ভিতরে অনেক প্রতিভা এবং আত্মবিশ্বাস রয়েছে। সে ভবিষ্যতে ভালো কিছু করতে চায়।
ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক সাংবাদিক কাজী তানভীর মাহমুদ জানান, দীর্ঘ দিন ধরে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে ‘ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন’।সকলের দান অনুদানের অর্থে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবাই মানব কল্যাণে সহযোগীতার হাত বাড়িয়ে দিন। তহবিলে দান অনুদান পাঠানোর ঠিকানা “ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন”। বিকাশ নম্বর 01740885571 এবং নগদ নম্বর 01647226020। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সারা জীবন মানবিক কাজ করতে পারি।