
কালুখালী( রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় কালুখালী থানা পুলিশ রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রতনদিয়া ইউনিয়নের ০ নং সদস্য আশরাফুল ইসলাম আলতাব (৩৮) ও ইদ্রিস মিয়া (৬০)।
সোমবার (২০ই মে)বিকেলে আমজাদ হোসেন জানান, আমি কালুখালীর রতনদিয়া বাজারে ৪.৮৪ শতাংশ জমি ক্রয় করেছি। ১৮/৫/২০২৪ ইং তারিখে ওই জমিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ চলাকালীন সময়ে রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম আলতাব৩৮) ও ইদ্রিস মিয়া (৬০),সিদ্দিক,সালাম,শুকুরজান,শাওন ও আনারুলসহ ৪/৫ দূর্বত্ত তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এঘটনায় বাধা দিতে গেলে আয়ুব সরদার,রাশেদা,সোহাগ ও সোহেল তারাও গুরুতর আহত হয়। বর্তমানে আহত আমজাদ হোসেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম আলতাব (৩৮) ও ইদ্রিস মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে আমজাদের ভাই শামসুল সরদার কালুখালী থানায় একটি মামলা করেছে।মামলা নং ১২। তাং ১৮/৫/২০২৪ ইং।ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পিসি।