
স্টাফ রিপোর্টার :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন চলতি মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হবে। ভোটের আগে শুরু হয়েছে নির্বাচনী সহিংসতা। এই উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আনারস প্রতিক নিয়ে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতিকে নির্বাচন করছেন।
গতকাল শুক্রবার রাত ৮:৩০ মিনিট দিকে মোটর সাইকেল প্রতিকের উঠান বৈঠকে যোগ দিতে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার গাড়ী বহর নিয়ে নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চুর বাড়ীর নিকট পৌঁছালে আহম্মদ আলী মাষ্টারের নোহা হাইব্রিড মাইক্রোবাস আনারস প্রতিকের কর্মী সমর্থকেরা ভাংচুর করেছে বলে জানা গেছে অভিযোগ সূত্রে।
হামলায় আনারস প্রতিকের কর্মী আব্দুল্লা গুরুতর জখম হয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়, এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে রের্ফাড করা হয়।
খবর পেয়ে ঘটনা স্থলে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হামলার বিষয়ে বালিয়াকান্দি থানায় উভয় পক্ষের লিখিত অভিযোগ দায়ের হয়েছে।