
রাজবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০রাজু আহমেদ, রাজবাড়ী
২১ জেলার ঢাকা-খুলনা মহাসড়কে খানখানাপুর রেলগেট এলাকায় শুক্রবার সকাল আনুমানিক ৭ টায় ইট বোঝাই ট্রাক ও যাত্রী বোঝাই মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষে আহত ১০ । এসময় ট্রাকের চালক ও হেলপার এবং মাইক্রোবাসের চালক সহ ১০ জন আহত হয়েছে। আহত ৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল জানান, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তেলকুড়ি গ্রাম থেকে মাইক্রোবাসটি ৯ জন যাত্রী নিয়ে ঢাকার সাভারের জিরানী বাজার যাচ্ছিল। চর খানখানাপুর এলাকা থেকে ইট বোঝাই ট্রাক ফরিদপুরের ভাঙ্গা এলাকায় যাচ্ছিল। খানখানাপুর রেলগেট পার হওয়ার পরই হঠাৎ ট্রাকটি বিকল হয়ে পড়ে। দ্রুতগামী মাইক্রোবাস এবংট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। মাইক্রো বাসের চালক সোহেল (৪০), যাত্রী তিশা (১৪), লাবনী (৩৫), সাবিহা (১) সহ ১০জন আহত হয়। পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছে। মামলা প্রক্রিয়াদিন রয়েছে। এই সময় দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যানযট সৃষ্টি হয়।