
ফরিদপুর উপজেলা প্রতিনিধিঃপল্লব রায়
চলমান তীব্র তাপপ্রবাহে ফরিদপুর জেলার মহাসড়কের পিচ গলে যাওয়ায়, এসব সড়কে যান চলাচল করছে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়।
সরেজমিনে ফরিদপুর রাজবাড়ী দৌলতদিয়া মহাসড়কে গিয়ে দেখা গেছে, সড়কের পিচ গলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
সড়কে যান চলাচলের সময় পিচ চাকায় লেগে যাচ্ছে। আবার কোথাও কোথাও যানবাহনের চাকার দাগ বসে যাচ্ছে সড়কে।
ফরিদপুর রাজবাড়ী দৌলতদিয়া সড়ক ব্যবহারকারীরা বলছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এই সড়ক সংস্কারের সময়।
এ সড়কের প্রায় জায়গার পিচ গলে যান চলাচল ব্যাহত হচ্ছে।
ফরিদপুর রাজবাড়ী দৌলতদিয়া সড়ক জুড়ে কালো পিচ গলে যেতে দেখা গেছে।
ট্রাকচালক আলিম পণ্যবোঝাই ট্রাক নিয়ে ফরিদপুর থেকে দৌলতদিয়া ফিরছিলেন। তিনি দৈনিক রাজবাড়ী সময় কে বলেন, ‘রাস্তা এত গরম হয়েছে যে ট্রাকের স্বাভাবিক গতি চেয়েও আস্তে চালাতে হচ্ছে । ১০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পণ্য নিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু এমনভাবে পিচ গলতে কখনো দেখিনি। এ অবস্থায় সড়কে ট্রাক চালালে দ্রুত টায়ার নষ্ট হবে এবং যখন তখন টায়ার ফেটে দুর্ঘটনা ঘটতে পারে।’
ইজিবাইক চালক মহিম বলেন, ‘সড়কের পাশে আগে বড় বড় গাছ ছিল, যেগুলো সড়কে ছায়া দিত। সেসব গাছ কেটে ফেলা হয়েছে। তাপদাহে এখন সড়কের পিচ গলে যাচ্ছে। আমাদের ছোট গাড়ি রাস্তায় আটকে যাচ্ছে। দুর্ঘটনা হতে পারে যেকোনো সময়।