
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী একাডেমি আয়োজনে তিনদিন ব্যাপী ৯ম বাংলা উৎসবের আজ ২০এপ্রিল শনিবার ছিল সমাপনী দিন। সকালে দশটার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়, বিকেলের পর্বে ছিল আলোচনা ও পুরস্কার বিতরণী। সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। বিকেলে রাজবাড়ী একাডেমী সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার- জনাব জি এম আবুল কালাম আজাদ পিপিএম, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মঞ্জুরুল ইসলাম ও রাজবাড়ী একাডেমীর সেক্রেটারি ডাঃ ইকবাল হোসেন।প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জনাব আব্দুল হামিদ মিয়া। বাংলা ভাষা চর্চা, মান উন্নয়ন,বিকাস ও সমৃদ্ধকরণের এমন উদ্যোগ আয়োজনকে প্রশংসা করে অতিথি গন বক্তব্য রাখেন। এবারের উৎসব স্মরণিকা বর্ণমালা প্রকাশ করা হয় এবং তার মোড়ক অতিথিদের দ্বারা উম্মোচিত করা হয়। অতিথিবৃন্দ আগামীতে বাংলা উৎসব আয়োজনে সকল প্রকাশ সহযোগিতারও আশ্বাস দেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি ছিলেন একুশে প্রদত্ত প্রাপ্ত বরেণ্য অভিনয় ও আবৃত্তি শিল্পী জয়ন্ত কুমার চট্টোপাধ্যায়,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আবৃতি শিল্পী রুপা চক্রবর্তী।উৎসবে প্রথম ও উদ্বোধনী দিনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক, কবি সাহিত্যিক, সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানের উপস্থিত ছিল।অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন চায়না সাহা ও নিলয় সাহা।