
গতকাল ৮ এপ্রিল সোমবার সাহিত্য পরিষদের এক সভা ফুড প্যালেস চাইনিজ রেস্টুরেন্ট রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়।সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত উক্ত সভায় রাজবাড়ি সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। পূর্ণাঙ্গ কমিটিঃ -সভাপতি- জনাব নাসিম শফি সাধারণ সম্পাদক -খোকন মাহমুদ সহ-সভাপতি-১-জনাব নুরুল হক আলম ২-জনাব আজিজা খানম ৩-চৌধুরী আহসানুল করিম হিটু আবৃতি বিষয়ক সম্পাদক-মিরুনা বানু মুন, অর্থ সম্পাদক-জনাব আব্দুল হালিম বিশ্বাস প্রচার ও প্রকাশনা সম্পাদক-আশরাফ বাবু,তথ্য যোগাযোগ ও পরিকল্পনা পরিকল্পনা সম্পাদক -মনিরুজ্জামান মিন্টু, সংগীত বিষয়ক সম্পাদক-অমিতা চক্রবর্তী,রনজিত কুমার, সরকার,-তাপস কর্মকার,সম্পাদক নাট্যকলা-অলিউল হাসান মঞ্জু, সম্পাদক নৃত্য-আব্দুস সাত্তার কালু, সম্পাদক শিল্পকলা-রাজকুমার পাল,সম্পাদক গবেষণা-নেহাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক- ইউসুফ বাসার আকাশ।উপদেষ্টা মন্ডলী ১.দেবাহুতি চক্রবর্তী ২.কমল কান্তি সরকার ৩.বাবলা চৌধুরী ৪.সৈয়দ সিদ্দিকুর রহমান ৫.সালাম তাসির,৭.মোঃ আতাউর রহমান৮.পার্থ প্রতিম দাস, ৯.ফকির জাহিদুল ইসলাম রুমন