
রাজু আহমেদ, রাজবাড়ীরাজবাড়ীতে পাঁচ দফা দাবীতে রেলওয়ে পৌষ্য সোসাইটি মানববন্ধন করেছে।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সামনে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় রাজবাড়ী রেলওয়ে পৌষ্য সোসাইটির সভাপতি কাউসার আহম্মেদ লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্যসহ সুধিজন।এসময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক পৌষ্য সোসাইটির দাবি সমুহের সাথে একাত্মতা প্রকাশ করেন।দাবি সমুহ হলো, রাজবাড়ীতে রেলওয়ে জোনাল অফিস, রাজবাড়ীতে বিভাগীয় সদর দপ্তর দ্রুত চালু করা, গোয়ালন্দ ঘাট হইতে পার্ব্বতীপুর গামী শিলিগুরী ট্রেন পুনরায় চালু করা,খুলনা ও পার্ব্বতীপুর হইতে রাজবাড়ী হয়ে ঢাকাগামী দু্ইটি আন্ত-নগর ট্রেন চালু করা সহ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রী চলাচলে দুইটি ফুট ওভার ব্রীজ নতুন ভাবে স্থাপন করার দাবী জানান।