
সিরাজুল ইসলাম, গোয়ালন্দ রাজবাড়ী।
রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হলো দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার বেলা ১২টায় গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলে আলোচনা সভা ও জন্মদিনের
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য সরোয়ার আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, ডেইলি অবজারভার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক মানব কন্ঠ গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল হক হালিম, দৈনিক গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, দৈনিক কালবেলা গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব
সহ অনেকে
এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন একজ জাগরণ এর শাওন হক সাদ্দাম, রাজীব দাশ, শান্ত, মিরাজ,সায়েম, কাউসার সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। পরে উপস্থিত সবাইকে জন্মদিনের কেক এবং মিষ্টি মুখ করানো হয়।