
আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার রাজবাড়ীতে সমাপ্ত হলো বইমেলা ও লোক সাংস্কৃতিক উৎসব ২০২৪।গত২২ফেব্রুয়ারি রাজবাড়ী আজাদী ময়দানে বিকালে বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসব২০২৪ উদ্বোধন করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসন ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির আয়োজন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।২২ থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপি এ উৎসব চলে আজ ছিল সমাপনী দিন । ২২ তারিক উদ্বোধন দিনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জনাব আবু কায়সার খান। ২৩ তারিখে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে মাননীয় রেলপথ মন্ত্রী জনাব জিল্লুল হাকিম। তিনি তার বক্তব্যে রাজবাড়ী রেলের শহর। এর উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন। এখানে ১০৫ একর জমির উপরে রেলের বিশাল কারখানা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। যা ঈশ্বরদী রেল কারখানার চেয়ে বড় ও আধুনিক কারখানা হবে। মাননীয় মন্ত্রী রাজবাড়ীর রেলওয়ে স্টেশন ও হোসনাবাদ রেলওয়ে অডিটোরিয়ামকে আধুনিকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত সবাই করতালির মাধ্যমে মন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানায়।আজ সমাপনি দিনে প্রশাসনের কর্মকর্তা,জেলার কবি, শিল্পী, সাহিত্যিক বিভিন্ন সংস্কৃতি সংগঠনের নেত্রীবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার সর্বস্তরের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসবে ২৩টি স্টলের অনুস্ঠানে অংশ নেয়।বই মেলা। অনুষ্ঠানে বিভিন্ন সংস্কৃতি সংগঠনের শিল্পীগণ গান নৃত্য আবৃত্তি পরিবেশন করে।সমাপনী দিনে পরিবেশনায় ছিল, স্বপ্নডাঙ্গা পাঠশালা, আরডিএ রাজবাড়ী, সারগাম সংগীত নিকেতন, রাজবাড়ীএকাডেমি, উদীচী শিল্পগোষ্ঠী, উদ্ভাস নৃত্যকলা একাডেমি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও আপন শিল্প গোষ্ঠী। আপন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা তাদের প্রিয় শিক্ষা গুরু, সদ্যপ্রয়াত আপন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও শিল্পী মোয়াজ্জেম হোসেন মজনুর প্রতি শ্রদ্ধা ও সবার কাছে দোয়া চেয়ে তাদের পরিবেশনা পরিবেশন করে। মেলায় অংশ নেয়া ২৩ টির ষ্টলের মধ্যে তিনটি ষ্টলকে সেরা ষ্টল হিসাবে নির্বাচন করা হয় ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও বিশিষ্ট সঞ্চালক চায়না সাহা।