
স্টাফ রিপোর্টার
আজ ১১ ফেব্রুয়ারি ২০২৪ রাজবাড়ী আল গাজ্জালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,নবীন বরণ,বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আজগর আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আবুল কালাম আজাদ শ্রীপুর বাজার কমিটির সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক জনাব ইমরুল কবির বাবু,রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম জৌকুড়া উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ ময়নুল ইসলাম, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের পৌর কমিশনার মমতাজ বেগম,বিশ্ব ভরাপ্রাণ, রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান, কবি আলাউল হক বিশ্বাস, প্রাক্তন শিক্ষক আব্দুল আলিম, মোঃ খবির উদ্দিন মোল্লা ও প্রাক্তন বিআরডিবি কর্মকর্তা মোঃ ফখরউদ্দীন সিকদার ।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়া,জ্ঞান অর্জন পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা অব্যাহত রাখা এবং নেশা থেকে মুক্ত থাকার জন্য উপদেশ মূলক বক্তব্য রাখেন।বক্তাগন বিদায়ী শিক্ষার্থীদের আগামী এসএসসি পরীক্ষায় সফলতা কামনা এবং নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান। পরিশেষে দিনব্যাপী বিভিন্ন ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় বিকেল সারে চারটায়।অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান অতিথিদের অভ্যর্থনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হাকিম মোল্লা।উপস্থাপনায় ছিলেন শিক্ষক মোঃসিরাজুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন।