
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে জিতু সরদার (৪০) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া গ্রামের আব্বাস মোল্লার স্ত্রী বিথি বেগম (৪০)।
থানা পুলিশ সূত্র জানায়, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় প্রবেশের গলির মধ্য হতে জিতু সরদারকে ০২ (দুই) গ্রাম হেরোইন সহ এবং বেলা ৩টার দিকে পোড়াভিটা এলাকা হতে মাদক ব্যবসায়ী বিথি বেগমকে ০৬ (ছয়) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ০২ টি পৃথক পৃথক মামলা রুজু করা হয়। মাদক ব্যবসায়ী বিথি বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।