
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীতে মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন।আজ ১৭ জানুয়ারি ২০২৪ রাজবাড়ী বিকেল চারটায় শিল্পকলার অপজিটে অনুপম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কার্যালয় উদ্বোধন করেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান। উদ্ভোধনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির। তিনি রাজবাড়ি কবি সাহিত্যিকদের উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য ২১ মেলার আয়োজনের জন্য জেলা প্রশাসন রাজবাড়ীকে আহ্বান জানান। বক্তব্য রাখেন স্মৃতি সংসদের উপদেষ্টা ও রাজবাড়ী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ জনাব নুরুল হক আলম।সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি অসীম কুমার পাল। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পাথরপ্রতিম দাস, বিশ্ব ভরা প্রাণের সভাপতি মোঃ আতাউর রহমান, স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশু বিকাশের সভাপতি আঞ্জুমান আরা বেগম,সাহিত্য পরিষদের সভাপতি ও কবি খোকন মাহমুদ, রাজবাড়ী ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ আহসান হাবিব হাসু, আয়োজক স্মৃতি পরিষদের সেক্রেটারি মোঃ রাজ্জাকুল আলম রাজু,সাহিত্য সম্পাদক কবি ইউসুফ বাসার আকাশ, নাট্যকার অজয় দাস তালুকদার, কবি শাহ মোস্তফা রশীদ আল কামাল প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সদ্য বাংলাদেশ টেলিভিশন তালিকাভুক্ত শিল্পী শাহ মোঃ জাহাঙ্গীর জলিল,ও আঞ্জুমান আরা বেগম। স্বরচিত কবিতা পাঠ করেন মোঃ আলাউল হক বিশ্বাস,কবি ফারহানা মিলি ও তাহমিনা পারভীন।কবিতা আবৃতি করেন আহসান হাবিব হাসু। উদ্বোধক জেলা প্রশাসক জনাব মোঃ কায়সার খান তার বক্তব্যে সাহিত্য চর্চার ক্ষেত্রে আমার পক্ষথেকে সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। কার্যালয় নিয়মিত সাহিত্য আড্ডা ও রাজবাড়ী জেলার বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা গ্রন্থ সংগৃহীত সংরক্ষণ ও পাঠের ব্যবস্থা থাকবে বলে জানান হয়।