
মন্ত্রী বিলাস
——————
রাজনৈতিক সংশ্লিষ্ট নেতা কর্মীরা ও সংশ্লিষ্ট এলাকার সাধারন জনগনের কিয়দংশ গত দুদিন যাবত বর্তমান সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম বা তালিকা নিয়ে সরগরম ছিলেন , দেখা গেছে অনেকেই সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন বা যাঁদের নাম আলোচনায় ছিল তাদের বাসা বাড়ীতে ফুলের তোড়া নিয়ে উপস্তিত হতে কার্পণ্য বোধ করেননি । তালিকা প্রকাশের পর এই জায়গায় অনেকের অবস্তান ছিল এমন , আমার জেলায় একটি বা দুটি বা আমার বিভাগে বেশী এ ধরনের হিসেব নিকাশ । এমনকি ভিন্ন মতাবলম্বী অনেকেই এলাকার মন্ত্রী পদ নিয়ে খোঁজ খবর নিয়েছেন ।
মন্ত্রী নিয়ে গর্ববোধ বা শক্তিবোধ হতেই পারে যদিও মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কোন এলাকার নির্দিষ্ট প্রতিনিধি নন , উনি মাননীঁয প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত নির্দিষ্ট মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রের একজন দায়িত্বশীল অফিস বেয়ারার। এধরনের চাকুরী যে কোন সময় চলে যেতে পারে বা অনেক দেশে নিজের ব্যর্থতার দায়ে অনেকেই চলে যান । তবে এটা বলা যায় নিজ এলাকায় মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত হলে বিশেষ করে নিজ এলাকায় বড় ধরনের উন্নয়ন প্রকল্প নিয়ে আসতে সক্ষম হন ও সরকারী বাড়তি অনুদান, সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন , তাই নেতা কর্মীরা বেশী উচ্ছ্বসিত হয়ে পড়েন ।
আমি নেত্রকোণা জেলার অধিবাসী , আওয়ামী লীগের কর্মী হিসেবে কমবেশী অনেকের সংগে পরিচিত , ২০১৮ সালে আমার জেলায় একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী ছিলেন , আমি খুশী হয়ে অভিনন্দন অবশ্যই জানিয়েছিলাম তবে অফিসে যোগদানের পর পাঁচ বছরে একদিন ও কোন কাজে অফিসে যাওয়ার প্রয়োজন হয়নি বা যায়নি যা ব্যক্তিগত বটে, এলাকার উন্নয়ন কতটুকু বাগিয়ে নিয়েছেন তা এলাকাবাসীর হাতেই রইলো ।
আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগ আওয়ামী লীগের সুতিকাগার যা অনেক নির্বাচনে আমরা প্রমান রেখেছি । এমনকি ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পিছনে ময়মনসিংহ অন্চলের সমর্থন বিরাট ভুমিকা রেখেছিল বলে অনেকেই জানেন । মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ যা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার । ভোটের বিবেচনায় আমরা বৃহত্তর ময়মনসিংহ অন্চল ও আমার নিজ জেলা নেত্রকোণায় গুরুত্বপুর্ন মন্ত্রনালয়ের প্রত্যাশা করি। আজ সন্ধ্যায় নুতন মন্ত্রী সভার শপথ গ্রহনের মধ্য দিয়ে সরকারের যাত্রা শুরু হবে , আমরা সরকারের সফলতা কামনা করছি ও মন্ত্রী সভার সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই । জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় চলমান উন্নয়নের ধারাবাহিকতা সকল চ্যালেন্জ মোকাবেলা করে দেশকে কাঙ্খিত লক্ষে পৌছে দিতে পারবে বলে আশাবাদী । শেখ হাসিনার হাতে থাকলে দেশ
পথ হারাবেনা বাংলাদেশ ।